গতকাল শনিবার যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে সাত স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে আগামীকাল চিওড়া ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শোক প্রকাশ করবে। আগামীকাল প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের অ্যাসেম্বলিতে এ শোক প্রকাশ করা হবে। দুর্ঘটনায় নিহতরা হলেন : রুনা, শান্ত, সুরাইয়া, জেবা, মিতালী ওরফে মিথীলা, আঁখি ও সাব্বির। এদের সবার বয়স সাত থেকে ১০ বছরের মধ্যে। নিহত সাত শিশুর মধ্যে পাঁচজনের বাড়িই ছোটআজড়া গ্রামে। এদের মধ্যে সুরাইয়া ও জেবা আপন বোন। বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনটি বাসে করে শনিবার সকালে মেহেরপুরের মুজিবনগরে বনভোজনে যায়। ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে চৌগাছার ঝাউতলায় ইটভাটার কাছে মাটিবাহী একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে একটি বাস উল্টে পাশের পুকুরে পড়ে যায়। এর পর ঘটনাস্থল তিন শিশুর লাশ উদ্ধার করা হয়। দ্রুত আহতদের চৌগাছা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর আরো চারজনের মৃত্যু হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS