চিওড়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ডাকাতিয়া নদী। ডাকাতিয়া একটি বড় নদী। এটি চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের মধ্য দিয়ে লাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়ন এবং চৌদ্দগ্রাম উপজেলার কনাকাপৈত ইউনিয়ন হয়ে চিওড়া ইউনিয়নের পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়ে ফেনী মহুরী নদীর সাথে মিশেছে। বন্যার পানি নিস্খকাশনে উক্ত নদীটি গুরুত্ব গুরুত্বপূর্ণ। শুষ্ক মৌসুমে নদীর খালী তীরে প্রচুর পরিমানে ফসল উৎপাদন হয়। অত্র এলাকার মানুষের প্রায় ৫০ ভাগ মাছের চাহিদা এই নদী থেকে মিঠানো হয়। নদীর মধ্যে বাধ দিয়ে কৃষকরা পানির সেচের মাধ্যমে প্রচুর পরিমানে ফসল উৎপাদন করতে পারে। তাছাড়া আশপাশের এলাকার অনেকেরই জীবিকার মাধ্যম এই নদীটি। ইউনিয়নের একমাত্র নদী হওয়ায় আশপাশের আশপাশের অনেকের বিনোদনের মাধ্যম ও বটে। ইউনিয়নের চার পাশ থেকে অসংখ্য ছোট বড় খাল অত্র নদীটিতে এসে মিশেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস